দেশপ্রিয় বড়ুয়া (লোহাগাড়া প্রতিনিধি):
চট্টগ্রাম লোহাগাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭)-২২ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
৩১ মে বিকালে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বড়হাতিয়া ইউনিয়ন বনাম আমিরাবাদ ইউনিয়ন মুখামুখি অংশগ্রহণ করেন।
খেলায় বড়হাতিয়া ইউনিয়নের ফুটবল টিমকে ০১ গোলে পরাজিত করেন আমিরাবাদ ইউনিয়নের ফুটবল টিম।
এসময় বড়হাতিয়া দলের গোলকিপার ইমন আহত হয়ে বুকে আঘাত পাই। খেলা শেষে ইমন কে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুকের পরিক্ষা করে দেখেন হাড় ভেঙ্গেছে। তাহাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
বড়হাতিয়ার সর্বস্তরের জনসাধারণের প্রিয় অভিভাবক,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের মানবিক চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া তাৎক্ষণিক ইমন এর চিকিৎসার বিষয়ে প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন এবং নিজে স্ব শরীরে হাসপাতালে ছোটে যান আহত ইমন কে দেখার জন্য।