হেলাল উদ্দিন মিয়া (বিশেষ প্রতিনিধি):
মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল ১৭ জুন (শুক্রবার) রাত ৮টা ৩০ মিনিটে বারৈয়ারহাট পৌরসভার হোটেল গ্রীনটাওয়ার এর সামনে একটি মাইক্রোবাস তল্লাশি করে বিদেশী মদসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করে।
তাদের কাছে ২ বোতল হুইস্কি, ২বোতল ভদকা,১ বোতল ফেনসিডিল পাওয়া যায়। জিঙ্ঘাসাবাদে তারা নিজেদের মাদক ব্যবসায়ী বলে স্বীকারোক্তি দেয়। পুলিশ মাদক ও মাদক বহনকারী মাইক্রোবাস টি জব্দ করে রেজিঃ নং চট্টমেট্রো চ-১১-৩০৪৩ ,সঙ্ঘীয় ফোর্সসহ জোরারগঞ্জ থানার জিডি নঙ ৭৫৫ মাদক জব্দ
কালীন সময়ে নেতৃত্বে ছিলেন এসে আই মামুনুর
রশিদ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১.মো:বাদশ(৩৩), পিতা মোঃ: নুরুন্নবী,১নং ওয়ার্ড ০৯ নং ইউপি। ২.মো: নিজাম উদ্দিন (৩১) পিতা মৃত সাইদুর রহমান, ২ নং ওয়ার্ড ৯ নং শুভপুর ইউপি, ৩ .মোঃ:রাজু আহাম্মদ (৩৬), পিতা মৃত ছিদ্দিক আহমদ ১ নং ওয়ার্ড ৯ নং শুভপুর ইউপি ৪.আলমগীর হোসেন (৩০), পিতা মৃত আব্দুর রব মেম্বার, ২ নং ওয়ার্ড ৯ নং শুভপুর ইউপি।
৫.নিজাম (২২), পিতা-মফিজুর রহমান ২ নং ওয়ার্ড ৯ নং শুভপুর ইউপি, ৬. মোঃ: নুরুল আমিন (৩৭)
পিতা মৃত এরশাদ উল্লাহ -১ নং ওয়ার্ড ৯ নং শুভপুর ইউপি, ৭. আরাফাত হোসেন রাকিব(২৭) , পিতা-আজিম উদ্দিন-১ নং ওয়ার্ড ৯ নং শুভপুর ইউপি
৮. মোস্তাফিজুর রহমান (৩৮) পিতা-ছালেহ আহাম্মদ ১ নং ওয়ার্ড ৯ নং শুভপুর ইউপি সর্বথানা ছাগলনাইয়া, জেলা-ফেনী।
থানায় সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়,আসামীদের নামে ফেনী ছাগলনাইয়া ও আকবর শাহ থানায় বিভিন্ন ধারায় বিভিন্ন মামলা রয়েছে আগে থেকে। এ বিষয়ে
জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুনকে জিজ্ঞেসা করা হলে তিনি তথ্য দিয়ে সহযোগিতা করেন।