সিএমপির পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ আরিফ হোসেন ও পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সন্তোষ কুমার চাকমা, পিপিএম (বার)-দ্বয়ের নেতৃত্বে এএসআই সোহেল আহমেদ, এএসআই অমির কান্তি দে, এএসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্সসহ বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন আবাসিক এলাকায় ২১ জুন অভিযান পরিচালনা করে ০১। দায়রা- ৪১৬৭/২৩, সিআর- ১৩৮/১৯ (পাঁচলাইশ), ধারা- এনআই অ্যাক্ট ১৩৮ সংক্রান্তে সিআর সাজা ওয়ারেন্টভুক্ত, ০২। সিআর- ৩৯৩/২২ (পাঁচলাইশ), ধারা- এনআই অ্যাক্ট ১৩৮, ০৩। সিআর- ১৩৮/১৯ (পাঁচলাইশ), ০৪। সিআর- ৩৯৩/২২, ধারা- এনআই অ্যাক্ট ১৩৮ সংক্রান্তে একটি সিআর সাজা এবং তিনটি সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ জুবাইদুল হক @ লিটনকে গ্রেফতার করেন।