1. demo@chattolaralo.com : news online : news online
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

চট্টগ্রামে বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক অভিজিৎ দে’র নামে ফেইসবুকে ভুয়া একাউন্ট, থানায় জিডি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বিশিষ্ট সংগঠক ও জাতীয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার চট্টগ্রাম সিটি প্রতিনিধি অভিজিৎ দে’র ফেইসবুক আইডির প্রোফাইল ছবি ও নাম ব্যবহার করে অজানা দুষ্কৃতকারীরা একটি ভুয়া ফেইসবুক আইডি খোলে। ঐ ভুয়া আইডি থেকে ব্যবহার করে একটি বিভ্রান্ত মূলক বক্তব্য একাধিক কমেন্ট বক্সে পোষ্ট করে।  ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগে গত সোমবার (১ জুলাই) নগরীর আকবরশাহ থানায় জিডি দায়ের করা হয়েছে।

অভিজিৎ দে  জানান, তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টটি অভিজিৎ দে রিপন  নামে সচল রয়েছে। এরপরও কে বা কারা তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এবং অসৎ উদ্দেশ্যে একই নাম দিয়ে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে। ভুয়া ফেসবুক অ্যাকাউন্টি তার ব্যবহৃত অ্যাকাউন্টের মতোই করা হয়েছে। আবার ঐ ভুয়া অ্যাকাউন্ট থেকে তার বন্ধু-বান্ধবসহ বিভিন্ন ব্যক্তিকে ফ্রে- রিকোয়েস্ট পাঠিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ধারনা করা হচ্ছে, ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট পরিচালনাকারীরা হীন উদ্দেশ্যে আমাকে বিপদে ফেলতে ওইসব অ্যাকাউন্ট থেকে আপত্তিকর ছবি, লেখা কিংবা ভিডিও পোষ্ট করতে পারে বলে আশঙ্কা করছি। এসব কারণে নিজের নিরাপত্তা নিশ্চিত করাসহ ঐ ভুয়া অ্যাকাউন্ট পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে গত সোমবার   ১ জুলাই  নগরীর আকবরশাহ  থানায় একটি জিডি দায়ের  করা হয়েছে। যার জিডি নং ৪৪। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার অনুরোধসহ ওইসব ভুয়া অ্যাকান্ট থেকে ভবিষ্যতে কোন কিছু ভালোমন্দ যাই হোক না কেন পোস্ট করা হলে সেইসব পোস্টের সাথে আমার কোন সংশ্লিষ্ট থাকবে না। এ ব্যাপারে তিনি সকলকে সহযোগিতা কামনাসহ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনাকারী দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐜𝐡𝐚𝐭𝐭𝐨𝐥𝐚𝐫𝐚𝐥𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট