নিজস্ব প্রতিবেদক :
মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান” এই স্লোগানকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪। রোববার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে হোটেল সৈকত এর হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পরিচালক জনাব জাহিদ হোসেন মোল্লা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব নুরেআলম মিনা, উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) , চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ আবদুল মালেক।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপপরিচালক মাদকদ্রব্য নিন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম (মেট্রো উত্তর) জনাব হুমায়ুন কবির। আলোচনা সভার শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সমৃদ্ধ দেশ গঠনে দেশের সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ প্রয়োজন। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, পরিবারে ধ্বংস ডেকে আনে, সমাজে ক্ষত সৃষ্টি করে, রাষ্ট্রের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করে। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। এজন্যে প্রয়োজন সর্বস্তরে সচেতনতা তৈরী করা। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।