অরুন নাথ :
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় আনোয়ারা সদর হরিমন্দির (মানব কল্যান) প্রাঙ্গনে পরিদর্শনে আসেন আনোয়ারা উপজেলা পুজা উৎযাপন পরিষদ সভাপতি সাগর মিত্রের নেত্রীত্বে আনোয়ারা উপজেলার বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলন সম্বয়ক মো. জোবায়ের,সাথে ছিলেন উপজেলা পুজা পরিষদের সদস্য সন্তোষ নন্দী, কাজল বোস,ডা. লিটন মল্লিক, রুপন নাথ,পরিদর্শন করেন আনোয়ারা সদর রামকৃষ্ণ মিশন, সরস্বতী বাড়ি, কচিকাঁচা গোষ্ঠী, উদয়ন সংঘ, সেবা সংঘ, দশভুজা বাড়ি, এ সময় আনোয়ারা হরিমন্দিরে আসলে তাদের সাথে সম্পাদক বাচ্ছু দে, মিন্টু দে,মিঠুন চৌং, লিটন চৌং, আশীষ দে, পুজারী রাজীব চক্রবর্তী প্রমুখের সাথে আলোচনা করেন।এ সময উপস্হিত ছিলেন সাংবাদিক অরুন নাথ। উপস্থিত শত শত বক্তের আগমনে উৎসব অঙ্গনমুখরিত হয়। দেবী দুর্গার কাছে বক্তরা প্রার্থনা করেন মনের বাসনা পূরণের জন্য।