1. demo@chattolaralo.com : news online : news online
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, গুরুতর আহত ৫

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

নাজিম উদ্দিন :

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ইমন হোসেন (১৭) নামের রাউজানের এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন সিএনজি অটোরিকশা যাত্রী।

শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের বুড়িপুকুর পাড় এলাকার চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ থেকে নিজ বাড়ি রাউজান ফেরার পথে ইমন হোসেন কে বহনকারী সিএনজি অটোরিকশা উল্লেখিত স্থান অতিক্রম করার সময় ফটিকছড়িমুখী “মা মনি এন্টার প্রাইজ” নামক বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা যাত্রী ইমন হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। একই ঘটনায় সিএনজি চালক মিরাজ (২৫), যাত্রী মিনহাজ্ব (১৮), রায়হান (১৯) সহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত ঠিকানা ও অন্যান্যদের নাম পাওয়া যায়নি। দূর্ঘটনার পর পর আশে পশের লোকজন ছুটে এসে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি এবং দূর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম থ ১৪-৭৯৯৭, ও চট্টগ্রাম থ ১১-৮০৯৩) দুটি জব্দ করা করে। তবে দূর্ঘটনার পর পর বাস চালক পালিয়ে যায়।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মফিজ উদ্দিন ভূইয়া বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত রাউজান উপজেলার সাতলংগা এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র ইমন হোসেনের লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐜𝐡𝐚𝐭𝐭𝐨𝐥𝐚𝐫𝐚𝐥𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট