ভোলায় শশীভূষন থানাধীন হাজারীগন্জ ইউনিয়নের বাসিন্দা আব্দুল রবের কাছ থেকে তার নিকট আত্মীয়রা জোর করে সম্পত্তি দখল করার অভিযোগ উঠেছে। আব্দুল রবে উক্ত এলাকার মৃত জেবল হক পাটোয়ারীর পুত্র।
তপশিলভুক্ত বন্দবস্ত সূত্রে পাওয়া সম্পত্তির উপর তার আপন ভাই, চাচাতো ভাই, ভাতিজা, ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে জোর করে সম্পত্তি দখল করার অভিযোগ তুলে বিগত কিছু দিন আগে শশীভূষন থানায় নিজে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগে তিনি উল্লেখ করেন তার নিজের জমিতে চাষাবাদ করা পাকা ধানের মৌসুমে ধান কাটতে গিয়ে তাকে বিভিন্ন ভাবে বাধা দিয়ে মারধর করে। এবিষয়ে তিনি এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গের কাছে ধারস্ত হলেও কোন প্রতিকার পাওয়া যায় নি বলে অভিযোগ করেন।
আবদুল রব আরো অভিযোগ করেন তার প্রাপ্ত সম্পত্তির ভোগ দখলের পায়তারা করে আসছে তার নিকট আত্মীয়রা সবসময়। প্রতিবাদ করতে গেলে তাকে বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে মামলায় জড়ানো হয়।
ভুক্তভোগী আবদুল রব বলেন, আমি সুষ্ঠু বিচার পাওয়ার আশায় স্হানীয় চেয়ারম্যান, মেম্বার, প্রশাসনের ধারস্ত হয়েছি। আমাকে ন্যায় বিচারের আশ্বাস দিলেও কোন সমাধান এখনো পায় নি।