1. demo@chattolaralo.com : news online : news online
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

লোহাগাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

দেশপ্রিয় বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক দিনব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়জুন্নেছা আক্তার।

অদ্য ১৪ নভেম্বর ২৪ইং বৃহস্পতিবার দিনব্যাপী উক্ত অভিযান পরিচালনা করে ৩ টি ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়।

গুড়িয়ে দেওয়া ইটভাটা গুলো হচ্ছে ১. চুনতি এলাকায় মো: ইয়াসিন এর মালিকানাধীন মেসার্স চুনতি ব্রিকস ম্যানু (CBM)।২. আমিরাবাদ ইউনিয়নের মো: শরিফ খান মালিকানাধীন মেসার্স বার আউলিয়া ব্রিকস (BAB)।৩. চরম্বা ইউনিয়নের খালেদা বেগম স্বামী : মো মুছা এর মালিকানাধীন মেসার্স আরব ব্রিকস ম্যানু (ABM)।

উক্ত অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়জুন্নেছা আক্তার বলেন ইটভাটা সমূহের বিরুদ্ধে পাহাড় ও কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করে ভাটা পরিচালনার প্রস্তুতি নেয়াসহ বর্ণিত আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত দন্ড প্রদান করা হয়েছে।এবং জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সল এবং ডাটা এন্ট্রি অপারেটর জনাব কাজী ইফতেকার উদ্দিন।

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন ওয়ারেন্ট অফিসার নীলমনি এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর লোহাগাড়া ক্যাম্পের সদস্যবৃন্দ, র‍্যাব-০৭ চট্টগ্রাম এর সদস্যবৃন্দ, লোহাগাড়া থানার পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতা করেন লোহাগাড়া স্টেশনের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© 𝐰𝐰𝐰.𝐜𝐡𝐚𝐭𝐭𝐨𝐥𝐚𝐫𝐚𝐥𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট