1. demo@chattolaralo.com : news online : news online
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

ট্রেড ফেসিলিটেশন বিষয়ে খাদ্যপণ্য আমদানি-রপ্তানীকারকদের সাথে আলোচনা সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

BSTI এবং BTF-USID এর যৌথ উদ্যোগে হোটেল বেস্ট ওয়েস্টার্ন এ “Business Dialogue on Strengthening collaboration between BSTI and food importing Business: Existing Challenge and Strategies for improvement” শীর্ষক Buisness Dialogue অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) জনাব এস এম ফেরদৌস আলম উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিটিএফ এর প্রকল্প পরিচালক মাইকেল জে পার (Michael J. Parr)।

 

স্বাগত বক্তব্যে প্রকল্প পরিচালক জানান, বাংলাদেশে প্রতিবছর প্রায় লক্ষাধিক বিভিন্ন ধরণের পণ্য আমদানি হয়ে থাকে; যা বিশ্বের তৃতীয় সর্বাধিক। তিনি বক্তব্যে পণ্য খালাস সহজীকরণের উপর গুরুত্বারোপ করেন। আলোচ্য অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে অতিদ্রুতই বিএসটিআই চট্টগ্রামে নব নির্মিত ১০ তলা ভবণ চালু এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগিতা সম্পন্ন অত্যাধুনিক পরীক্ষণ যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাব স্থাপনের মাধ্যমে চট্টগ্রাম বিএসটিআইকে শক্তিশালী করা হচ্ছে-মর্মে আলোকপাত করেন।

 

আমদানিকারক, সিএন্ডএফ এসোসিয়েশন এবং বাফিসার সম্মানিত সদস্যগণ আমদানি চালানে পোর্ট ডেমারেজ ও শিপিং ডেমারেজ হতে রক্ষাকল্পে বিএসটিআই, কাস্টমস কর্তৃপক্ষ ও বন্দর কর্তৃপক্ষকে WTO- TBT অনুসরণে আন্তর্জাতিক পরিমন্ডলে বহুল আলোচিত রিস্ক ম্যানেজেমেন্ট বাস্তবায়ণের মাধ্যমে দ্রুত সময়ে বিধি মোতাবেক পণ্য খালাসে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। চট্টগ্রাম বিএসটিআইয়ের পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম সভায় আগত স্টেক হোল্ডার ও অতিথিগণকে জানান যে, বিএসটিআই চট্টগ্রাম হতে সর্বোচ্চ ৬ (ছয়) কার্যদিবসের মধ্যে ৯০ শতাংশ চালানের ছাড়পত্র প্রদান সম্ভব হচ্ছে। এছাড়াও সাপ্তাহিক ছুটির দিনেও নমুনা সংগ্রহসহ আমদানি পণ্যের কার্যক্রম চালু রয়েছে।

 

এছাড়াও উক্ত সভায় কাস্টমস কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে যুগ্ম কমিশনার জনাব মোঃ মারুফুর রহমান এবং বন্দর কর্তৃপক্ষের উপ-ট্রাফিক কন্ট্রোলার জনাব গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলাম, বিটিএফ প্রকল্পের টেকনিক্যাল এডভাইজর জনাব নিপুন চাকমা এবং বিএসটিআই’র জনাব মোঃ নূরুল আমিন, পরিচালক (সিএম), জনাব প্রকৌঃ নুরূল ইসলাম, পরিচালক (প্রশাসন) গাজী নূরুল ইসলাম, পরিচালক (রসায়ন), জনাব মোহাম্মদ আরাফাত হোসেন সরকার, উপপরিচালক (সিএম), সিএন্ডএফ এসোসিয়েশনের প্রতিনিধি, খাদ্যপণ্য আমদানিকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© 𝐰𝐰𝐰.𝐜𝐡𝐚𝐭𝐭𝐨𝐥𝐚𝐫𝐚𝐥𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট