বান্দরবান জেলা প্রতিনিধি:
বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) এর বান্দরবান জেলা কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে।
গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) বুইসিং মুরুং সভাপতি ও রিপন চক্রবর্তীকে সাধারণ সম্পাদকে মনোনীত করা হয়। কমিটির সাধারণ পরিষদের মোট সদস্য হলেন ৬৪ জন। বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সাগরিকা ইসলাম স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেয় হয়।
বাসক জেলা কমিটির সভাপতি বুইসিং মুরুং ও সাধারণ সম্পাদক রিপন চক্রবর্তী যৌথভাবে বলেন, দীর্ঘদিন বান্দরবানে মানবাধিকার নিয়ে আমরা কাজ করে আসছি। আমরা ভবিষ্যতে ও বান্দরবান মানবাধিকার রক্ষার্থে কাজ করে যাব। এই কমিটির অনুমোদন পেয়ে আমরা আনন্দিত।