হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা :
হাটহাজারী উপজেলা গুমান মর্দ্দন ইউপি বসত বাড়ীর
জায়গা নিয়ে মোছাম্মৎ রিজিয়া বেগম( ৫৮) পরিবার
উপরে দুর্বৃত্তদের হামলা।
৪নং গুমান মর্দ্দন ইউপি ২নং ওয়ার্ড কদল চৌধুরীর বাড়ীতে ১/৩/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.৩০মিঃ বসত বাড়ী উঠানে জায়গা নিয়ে এ ঘটনার ঘটে। মোছাম্মৎ রিজিয়া বেগম ও তার পরিবারের উপরে লাঠিসোটা ও লোহার রড দিয়া পিটাইয়া শরীরের বিভিন্নস্থানে নীলা ফুলা ও জখম, মাথায় আঘাত চিহ্ন দেখা যায়।
বসত বাড়ীর উঠানে জায়গাতে ইট বালি মওজুদ করে রাখেন মোঃ তারেক আনোয়ার( ৪৮) বদরুল আনোয়ার (৪৫) আহাম্মদ উল্লাহ( ৪২) মোছাম্মৎ রিজিয়া বেগম
সবার বাড়ি কদল চৌধুরী বাড়ী মোছাম্মৎ রিজিয়া বেগম পরিবার এসে কাজে বাধা দিলে তারেক ও বদরুল আহাম্মদ উল্লাহ এসে রিজিয়া বেগম উপরে লাঠী ও লোহার রড দিয়া উদ্দেশ্য মাথা আঘাত করিয়া গুরুতর জখম করে। রিজিয়া বেগম কে কাপড় চোপড় টানা হেচড়া করিয়া ছিড়িয়া শ্লীলতাহানি ঘটায় রিজিয়া বেগম শোর চিৎকার শুনিয়া আশ পাশের লোকজন আগাইয়া আসিতে দেখিয়া উক্ত হামলাকারী পালিয়ে যায়। রিজিয়া বেগম কে মাটিতে ফেলিয়া গলায় থাকা ০১ ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়া যায় মূল্য অনুমান ১.৩০.০০০/এক লক্ষ টাকা। রিজিয়া বেগম এর ঘরে ইট পাটকেল নিক্ষেপ করিয়া দরজা জানালা ও ঘরের ভিতরে রক্ষিত আসবারপত্র ভাংচুর করিয়া অনুমান ৮০.০০০/-হাজার টাকার ক্ষতিসাধন করে। রিজিয়া বেগম বাদী হয়ে হাটহাজারী মডেল থানার একটি অভিযোগ দাখিল করেন।