কে.ডি পিন্টু :
পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন পরিমাপ যাচাইয়ের লক্ষ্যে চট্টগ্রাম বিএসটিআই ও আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার কালাবিবি এলাকায় ১ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১৬ মার্চ রবিবার পরিচালিত উক্ত মোবাইল কোর্টে মেসার্স কাস্টি ড্রিংকিং ওয়াটার, কালাবিবি পাড়, আনোয়ারা , চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বাধ্যতামূলক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) পণ্য উৎপাদনপূর্বক বিক্রি-বিতরণ ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি আনোয়ারা উপজেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব হোছাইন মোহাম্মদ এর নেতৃত্বে পরিচালিত হয়। এবং বিএসটিআই’র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব জারিন তাসনিম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ রাশেদ,পরীক্ষক (মেট) অংশগ্রহণ করেন।
জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআই’র অফিস সূত্রে জানা যায়।