ডাঃ উদয় শংকর রায়
………………..
স্বাধীনতা তুমি বাঙালী জাতির গর্ব,
তার জন্যে লাখো মানুষের জীবন করেছে উৎসর্গ।
স্বাধীনতা বীর বাঙালির সবুজে ঘেরা রক্তিম সূর্য।
আজি এ অবক্ষয়ের যুগে, সেই সূর্যের নেই মাধুর্য।
স্বাধীনতা আটারো কোটি মানুষের মুক্ত শৃঙ্খল।
স্বাধীনতা পেয়ে আমরা হয়েছি বেপরোয়া ও উশৃংখল।
স্বাধীনতা তুমি মুক্তি চেতনার মূর্ত প্রতীক।
স্বাধীনতা জাতীয় জীবনের সার্বিক অগ্র যাত্রার পথিক।
স্বাধীনতা তুমি আমাদের নিত্য নব নব চেতনা।
যা মোদের মাঝে জাগাবে,অশেষ হৃদয় উন্মাদনা।
স্বাধীন ভীরু কাপুরুষের বুক উঁচিয়ে চলার প্রকৃষ্ট বল।
সেই শক্তিই হবে,আমাদের পথ চলার একমাত্র সম্বল।
মোদের পথ চলা, যদি হয় উশৃংখল ও বর্বরোচিত।
তবে মোরা ধৃষ্টতার শিকার হবো সময়োচিত।
বর্তমান দেশে ক্ষমতা জন্য চলছে অনেক লড়াই।
এর ফল ভালো হবে কি,যে দল যতই করুক বড়াই?